বাংলার খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় সহযোগিতা করেছে রাজ্য সরকার। সেখানে অগ্রণী ভূমিকাও নিয়েছে। এইবার ফুটবল ম্যাচে করের বোঝা লাঘু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আসন্ন দুটি মিনি ডার্বির ভাড়া মকুব করে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার বিকেলে রেফারিদের তাঁবুতে গিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি সিআরএ’র গত চার বছরের বকেয়া বাবদ ১৪ লাখ টাকার চেক তুলে দেন।
এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত হিসাবে উপস্থিত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন, ‘যুবভারতীতে মোহন বাগান-মহমেডান (১৯ সেপ্টেম্বর) এবং ইস্ট বেঙ্গল- মহমেডান (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য দুটি প্রদর্শনী ম্যাচের প্রদেয় ভাড়া (দশ লাখ টাকা) মকুব করা হচ্ছে সচিবের বিশেষ অনুরোধে। তবে লিগে রেফারিং প্রত্যাশিত মানের হচ্ছে না। অফ সিজনে বিদেশি রেফারি নিয়ে এসে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রকও উদ্যোগ নেবে।’
এদিকে, আজ গভর্নিং বডির সভায় অভ্র মণ্ডল এবং ইস্ট বেঙ্গল ম্যানেজারের শাস্তি কমানো নিয়ে আলোচনা হবে। রেফারির রিপোর্টেই দুই জনের বিরুদ্ধে লালরিনডিকা বা মেহতাব সিংয়ের তুলনায় কড়া মন্তব্য আছে। শাস্তি খুব বেশি কমবে না। চ্যানেল পার্টনারকে নিয়ে ক্ষোভ আছে আইএফএ’তে। শর্ত অনুসারে পেমেন্টও বাকি। সেই নিয়ে আইনি আলোচনা হবে সভায়। আইএফএ’র সঙ্গে যুক্ত হতে চাইছে একটি বড় সর্বভারতীয় চ্যানেল। আজ মহমেডান নিজেদের মাঠে খেলবে বিএসএসের বিরুদ্ধে।