চিদম্বরম প্রসঙ্গে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ আর ঠিক তার পরের দিনই ফের আদালতে ধাক্কা খেলেন প্রাক্তন অর্থ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র কাছে আত্মসমর্পণের যে আবেদন তিনি করেছিলেন, তা এদিন খারিজ করে দিল দিল্লী হাইকোর্ট।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গত ২১ আগস্ট তাঁর বাড়ি থেকে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। আদালতে একাধিক শুনানির পর ৫ সেপ্টেম্বর তাঁকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। তারপর থেকেই তিহাড়ের সাত নম্বর সেলে বন্দি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকার নির্দেশ দেওয়া হয় চিদম্বরমকে।
তারপরেই দিল্লী আদালতের কাছে আবেদন করেছিলেন চিদম্বরম। ইডি-র কাছে আত্মসমর্পণের আবেদন জানান প্রাক্তন অর্থমন্ত্রী। সেই আবেদনের শুনানি ছিল আজ। শুনানি চলাকালীন বিচারক জানিয়ে দেন, এই মুহূর্তে তিহাড় জেলেই থাকতে হবে চিদম্বরমকে। তাঁর বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে সিবিআইকে। এর মধ্যে অন্য কোনও তদন্তকারী সংস্থার সামনে আত্মসমর্পণের কোনও মানে নেই। সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পরেই এই ব্যাপারে কোনও শুনানি দেবে আদালত।
চিদম্বরমকে গ্রেফতার করার পর সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবীরা। কিন্তু এ দিন আদালত তাঁদের প্রশ্ন করেন, গত বৃহস্পতিবার থেকে জেলে রয়েছেন চিদম্বরম। তাহলে এতদিন পরে কেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা। আদালতের এই বক্তব্যের পরে নিজেদের আবেদন ফিরিয়ে নেন প্রাক্তন চিদম্বরমের আইনজীবীরা।