যুবসমাজে আজকাল রাজনীতিতে বড় অনীহা। রাজনীতির মত ‘নর্দমায়’ তাঁরা কেউই নামতে চায় না। কিন্তু যারা রাজনীতিতে আসার স্বপ্ন দেখে? যারা দেশের স্বার্থে কাজ করার স্বপ্ন দেখে? তাঁরা কি করবেন? এবার এসব প্রশ্নের উত্তর দিলেন ছত্তিশগড়ের এক মন্ত্রী। তিনি বলেছেন, বড় রাজনৈতিক নেতা হতে চাও? তাহলে পুলিশ সুপার ও কালেক্টরদের কলার চেপে ধরো। স্কুলের ছাত্রদের এমনই উপদেশ দিলেন ছত্তিশগড়ের শিল্পমন্ত্রী কাওয়াসি লাখমা। শিক্ষক দিবসে সুকমার পবরস স্কুলে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।
দোর্দণ্ডপ্রতাপ আদিবাসী নেতা হলেও কখনও প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা পাননি লাখমা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি শপথবাক্যটাও পাঠ করতে পারেননি। স্কুলে ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময় এক ছাত্র লাখমাকে প্রশ্ন করে, কেউ কী ভাবে বড় নেতা হতে পারে? তখন নিজের একটি ঘটনার স্মৃতিরোমন্থন করে তিনি বলেন, ‘আমাকে একবার একজন জিজ্ঞাসা করেছিল, কী ভাবে আপনি বড় নেতা হলেন? আপনি কী এমন করেছিলেন? আমি বলেছিলাম, কী ভাবে কালেক্টর ও পুলিশ সুপারদের কলার চেপে ধরতে হয়, সেটা আপনাকে জানতে হবে।’ হাসতে হাসতে শিশুদের উদ্দেশ্যে চোখ মেরে এ কথা বলেন মন্ত্রী।
সোমবার লাখমার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। তখন ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বোঝাতে চেয়েছিলাম, যাঁরা লড়াই করে কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, তাঁরাই বড় নেতা হন।’ মাও অধ্যুষিত সুকমার কোন্টা কেন্দ্র থেকে পাঁচবারের বিধায়ক লাখমা। তাঁর এই বিবৃতিতে বিপাকে পড়েছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার।