গত ২২ জুলাই বাহুবলী রকেটের ঘাড়ে চেপে রওনা দিয়েছিল ভারতের দ্বিতীয় চন্দ্রযান। তারপর ৪৭ দিনের যাত্রার পর একেবারে দিনক্ষণ মেপে চাঁদে নামছিল বিক্রম। দক্ষিণ মেরুর কাছে। যেখানে এখনও পর্যন্ত আর কোনও দেশের যান পা রাখেনি। কিন্তু চাঁদের মাটি থেকে আকাশে ২.১ কিলোমিটার ওপরে থাকার সময় আচমকাই ‘ল্যান্ডার’ বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর মিশন কন্ট্রোলের। তারপর ৭২ ঘন্টা কেটে গেলেও এখনও যোগাযোগ পুনস্থাপন করতে যায়নি। ইসরো জানিয়েছে, চেষ্টা চলছে। তবে বিক্রম যে আছড়ে পড়েছে (হার্ড ল্যান্ডিং), তা রবিবারই জানিয়ে দিয়েছেন ইসরো চেয়ারম্যান কে শিবন। কিন্তু তার অবস্থা কী, তা এখনও জানা যায়নি। ফলে এই সুযোগে বিক্রমকে নিয়ে গুজবের বন্যা বইছে।
সোমবার একটি সংবাদ সংস্থা ইসরোর সূত্রকে উদ্ধৃত করে জানায়, চন্দ্রপৃষ্ঠে বিক্রম সামান্য কাত হয়ে রয়েছে। কাত হয়ে থাকলেও ছবি দেখে মোটামুটি অক্ষত বলেই মনে হচ্ছে। এর পরেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। পরে শিবন অন্য একটি সংবাদ সংস্থাকে জানান, বিক্রম কেমন রয়েছে, তা তাঁরা এখনও জানেন না। ওই খবরটির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। শিবনের নামেও একাধিক টুইটার ও ফেসবুক প্রোফাইল থেকে খবর ছড়ানো হচ্ছে। তবে ইসরো বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, শিবনের কোনও ব্যক্তিগত প্রোফাইল নেই। আসলে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের অবতরণ ব্যর্থ হওয়ার পর থেকেই ইসরোকে নিয়ে ‘জাতীয়তাবাদের জিগির’ তোলা হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর তারই অঙ্গ হিসাবে ‘সাফল্যের’ ভুয়ো খবর ও ছবি ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, পৃথিবীর হিসেবে টানা ১৪ দিন ধরে চাঁদে সূর্যের আলো থাকে। সেই হিসেবে সৌরশক্তিচালিত বিক্রমের কার্যকাল ছিল ১৪ দিন। অবতরণ ব্যর্থ হওয়ার পর থেকে ১৪ দিন হওয়া পর্যন্ত ইসরো বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু ওই ১৪ দিন পেরিয়ে গেলে সব আশা শেষ। ইসরো সূত্রের খবর, চন্দ্রযানের অরবিটার নিজস্ব কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে। সে বর্তমানে যেখানে রয়েছে, সেখান থেকে বিক্রমের ছবি তোলা সম্ভব নয়। সে এক বার পাক খেয়ে বিক্রমের মাথার ওপরে এলে ছবি তোলা হবে। এখনও পর্যন্ত বিক্রমের তাপচিত্র বা থার্মাল ইমেজ ইসরোর কাছে রয়েছে। কিন্তু তা দিয়ে বিক্রমের ক্ষয়ক্ষতি বোঝা সম্ভব নয়। তা ছাড়া, বিক্রম অক্ষত থাকলেও তার অ্যান্টেনা, সৌরপাত বা সোলার প্যানেল এবং অন্যান্য যন্ত্রপাতি ঠিকঠাক রয়েছে কি না, সেটাও বোঝা যাচ্ছে না। সেগুলি ঠিক না থাকলে বিক্রমের পক্ষে কাজ করা সম্ভব নয়।