জয় বন্দ্যোপাধ্যায়কে পারভার্টেড বলে মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপিতে অনেক অশিষ্ট লোক। বিজেপি দলে থাকা যাবে কিনা তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে।’
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্য বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বাংলা প্রেমের জায়গা, পরকিয়ার জায়গা নয়।পরের স্বামীকে নিয়ে সব জায়গায় উনি ঘুরবেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। দেবশ্রী যোগ দিলে যদি বৈশাখী বিজেপি ছাড়ে তো ছাড়ুক। কিছু যায় আসে না’।
সোমবার দুপুরে তারই পাল্টা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অত্যন্ত কুরুচিপূর্ণ, নিম্নরুচির মানুষ কী বলেছেন, তা নিয়ে কথা বলতেই আমার রুচিতে লাগছে। দিলীপদা, অরবিন্দ মেননজিকে জানিয়েছি বিষয়টি। রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা বলুন। উনি যেভাবে নিজের স্ত্রীর সম্পর্কে অবমাননাকর কথা বলেন, তাতে বোঝা যায় উনি মহিলাদের সম্পর্কে কী ভাবেন’।
এদিন শোভন চট্টোপাধ্যায় ফের স্পষ্ট করে দেন যে, বিজেপিতে দেবশ্রী রায়ের আগমনকে তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না। অন্যদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপিতে যোগ দেওয়ার পরে অন্য দলেরা কোনও খারাপ কথা না বলে রুচির পরিচয় দিয়েছে। আর বিজেপিতেই বারবার কুরুচিকর কথা বলা হচ্ছে’। উল্লেখ্য, এর আগে খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শোভন-বৈশাখী জুটি নিয়ে কটাক্ষ করেছেন। এদিন সেকথা অবশ্য উল্লেখ করেননি শোভন বা বৈশাখী।