ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ইসরোর বিজ্ঞানীদের পাশে সবসময় তিনি আছেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
শুক্রবার রাতেই এই প্রসঙ্গে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আমাদের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। চন্দ্রায়ন ২-এর জন্য কঠোর পরিশ্রম করেছেন বিজ্ঞানীরা। বৈজ্ঞানিকভাবে উন্নত দেশগুলির তালিকায় দেশকে এগিয়ে রাখতে সে সব বিজ্ঞানীরা লড়াই করেছেন, তাঁদের উদ্দেশ্যে যুগোপযোগী শ্রদ্ধা জানানো হল এই পদক্ষেপে।
আমার অনেক শুভেচ্ছা রইল ইসরোর সকলের প্রতি। আমরা সকলে আপনাদের সঙ্গে আছি’।
শনিবার চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার অবতরণের সময় রাত ১.৪৮ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত ওই ল্যান্ডার বিক্রমের কোনও খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে মিশন পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। যে কোনও সময় ওই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। অন্যদিকে অরবিটার চন্দ্রযান কিন্তু চাঁদের পৃষ্ঠের ছবি পাঠিয়ে যাবে ইসরোকে।