লোকসভা নির্বাচনের পরে হিড়িক উঠেছিল রাজনৈতিক দলবদলের। বহু নেতা-কর্মী যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু কিছুদিন গড়াতেই সকলেই নিজেদের ভুল বুঝছেন তাই ত্যাগ করছেন গেরুয়া সঙ্গ।গারুলিয়াতে এভাবেই বিজেপি শিবির ছেড়ে কাউন্সিলরা ফিরছেন তৃণমূলে। গারুলিয়া পুরসভা ফের তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা।
কাঁচরাপাড়া, হালিশহরের মত গারুলিয়াতেও বেশ কয়েকজন কাউন্সিলর যোগ দিয়েছিলেন বিজেপিতে। মোহ কাটল অল্প দিনেই। কিছুদিন কাটতেই বিজেপির কাছে অপমানিত হয়ে কাউন্সিলররা ফিরছেন তৃণমূলে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই গারুলিয়ার পুরপ্রধান তথা তৃণমূল বিধায়ক সুনীল সিং কয়েকজন কাউন্সিলরকে নিয়ে দিল্লী গিয়ে যোগ দেন বিজেপিতে। কিন্তু ভুল জায়গায় গেছেন বুঝতে পেরে কাউন্সিলর দীপা সিং বৃহস্পতিবার নবান্নে এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়াতে গারুলিয়াতে ফের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল।
দীপা জানিয়েছেন, “ওখানে জনগণের জন্যে কোনও কাজ করতে দেওয়া হয় না। শুধু দলের সদস্য সংখ্যা বাড়াতে বলা হয়। তাই মানুষের জন্যে কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফিরে আসা”। এই প্রসঙ্গে ফিরহাদ বলেছেন, “গারুলিয়া পুরসভায় এখন সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের। এই অবস্থায় পুরপ্রধান সুনীল সিংয়ের পদত্যাগ করা উচিত। না হলে আদালতের দ্বারস্থ হবে দল”।