‘বিজেপিকে রুখতে দেশজুড়ে জোটবদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনে নেতৃত্ব দেবে বাঙালি’। শুক্রবার বিধানসভায় নাগরিকপঞ্জী নিয়ে বিতর্কে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘কেন এখনও পর্যন্ত সব বিরোধী দল একযোগে আন্দোলনে নামছে না’? সেই সঙ্গে তিনি বলেন, আসামের ঘটনা খুবই দুঃখের’। মুখ্যমন্ত্রীর দাবি, ‘এনআরসি আসামে সম্ভব হলেও এই উদ্যোগ বাংলায় বাস্তবায়িত করা সম্ভব নয়’।
এদিন আবারও জাতীয় নাগরিকপঞ্জী মানি না বলে স্পষ্ট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই জাতীয় নাগরিকপঞ্জী প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এনআরসি-র বিরোধিতা করেছেন নীতীশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জাতীয় নাগরিকপঞ্জী এবং ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে নাগরিক সংশোধনী আইন আনতে তাঁরা দেবেন না সংসদে।