ফের কমছে স্বল্প সঞ্চয়ে সুদের হার। ১ অক্টোবর থেকেই কমতে পারে পিপিএফ, এনএসসি, কেভিপি, এসসিএসএস-এর মতো স্বল্প সঞ্চয়ের স্কিমগুলির সুদের হার। ওই সময়ই এই প্রকল্পগুলির চলতি হারে পরিবর্তন করবে কেন্দ্রীয় সরকার। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সুদের হার কমার আশঙ্কাই বেশি।
এর আগে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.১ শতাংশ কমিয়েছিল অর্থ মন্ত্রক। ১ জুলাই থেকে কার্যকর হওয়া ওই সিদ্ধান্তের জেরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট -এ সুদের হার দাঁড়িয়েছিল ৭.৯ শতাংশ। এছাড়াও ডাকঘরে ৫ বছরের মাসিক আয় প্রকল্পে সুদের হার হয়েছিল ৭.৬ শতাংশ। প্রবীণ নাগরিকদের পঞ্চবার্ষিকী সঞ্চয় প্রকল্পে সুদের হার দাঁড়িয়েছিল ৮.৬ শতাংশ এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদ ৮.৪ শতাংশ এবং কিষান বিকাশ পত্রের সুদ ৭.৬ শতাংশ দাঁড়ায়।
নামপ্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সরকারি কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সুদের হার কমানোর প্রয়োজনীয়তা রয়েছে। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জেরে রাজনৈতিক হাওয়া বুঝে নরেন্দ্র মোদী সরকার আদৌ এই পথে হাঁটবে কিনা, তাও দেখার।’