ডেঙ্গু বিতর্কে অবশেষে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷ তুলে ধরেন বাংলাদেশের ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও৷ জানান, ডেঙ্গু রুখতে বাংলাদেশের সঙ্গে কথা বলুক বিদেশমন্ত্রক।
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যজুড়ে মোট সাড়ে ১০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। যাদের মধ্যে ৫ হাজার ডেঙ্গি আক্রান্ত বাংলাদেশি নাগরিক’। মুখ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ডেঙ্গি রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। তাতেও সরকারি হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন ৪ জন মানুষ’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বাংলাদেশের যশোর ও খুলনায় ডেঙ্গিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মানুষ। ইতোমধ্যে বিদেশমন্ত্রকে বিষয়টি জানানো হয়েছে। তাঁদের অনুরোধ করা হয়েছে তাঁরা যাতে এই বিষয়ে বাংলাদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন’। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা মানবিক, তাই বাংলাদেশ থেকে বহু মানুষ এই রাজ্যে চিকিৎসায় আসছেন। অন্য রাজ্য থেকেও ডেঙ্গি আক্রান্তরা এই রাজ্যে আসছেন চিকিৎসা করাতে। আর তিনি তাতে বাধা দিতে পারেননি, কারণ তাঁরা মানবিক।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘গোটা রাজ্যে এই মুহূর্তে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে’৷ রাজ্য সরকার ডেঙ্গি রোধে ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন মমতা।