ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই এক অনন্য সম্মানে সম্মানিত হতে চলেছেন বিরাট কোহলি। এত কমবয়সে ভারতের কোনও ক্রীড়াবিদের নামে কোনও বড় শহরের বড় মাঠের গ্যালারির নামকরণ করা হয়নি। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথম। শচীন তেন্ডুলকার, সুনীল গাভাসকারের নামে উৎসর্গ করা আছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারির স্ট্যান্ড। তবে ক্রিকেট জীবনে ইতি টানার আগেই তাঁর সাফল্যের জন্য এহেন সন্মানে অবিভূত কিং কোহলি।
আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় কোহলির নামেও গ্যালারির নামকরণ হবে। দিল্লী ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রজত শর্মা ভারতীয় বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন বলে শোনা যাচ্ছে। ছোট পর্দার পরিচিত মুখ রজত কোহলির নামে গ্যালারির নামকরণ অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছেন।
প্রথমে শোনা গিয়েছিল, অনুষ্ঠানে শুধু কোহলিদের চিফ কোচ রবি শাস্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে জানা গেল, তাঁর সঙ্গে ভারতীয় দলের সব সাপোর্ট স্টাফও থাকবেন। তারও পরে জানা গেল, ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ ম্যাচ ১৫ সেপ্টেম্বর। অর্থাৎ, ১২ তারিখ দু’টি দলই থাকবে দিল্লিতে। তাই টিম ইন্ডিয়ার সঙ্গে ফাফ ডুপ্লেসিরাও হাজির থাকবেন ওই অনুষ্ঠানে।
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে পুরো কোটলার নামকরণ হবে। তবে কোহলির নামে গ্যালারির নামকরণের অনুষ্ঠান কোটলায় হবে না। হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। যাতে অনেক ক্রিকেটপ্রেমী উপস্থিত থাকতে পারেন। নেহরু স্টেডিয়াম থেকে সুইচ টিপে কোটলার গ্যালারির যে অংশ কোহলির নামে হবে, তার উন্মোচন ঘটানো হবে ইলেকট্রনিক পদ্ধতিতে পর্দা সরিয়ে।
এর আগে মনসুর আলি খান পতৌদি, বিষাণ সিং বেদি এবং মহিন্দর অমরনাথের নামে কোটলার গ্যালারির অংশের নামকরণ হয়েছে। সংযোজিত হবে কোহলির নাম। এত কমবয়সে কোনও ক্রিকেটারের নামে এদেশে গ্যালারির নামকরণ করে শ্রদ্ধা জানানো হয়নি। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে দেশের একটি বড় অংশ।