গাড়ি শিল্পে যে মন্দা চলছে সেটা অবশেষে স্বীকার করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গাডকরি। কেন্দ্রীয় মন্ত্রী গাডকরি বলেন, ‘মন্দার পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে দেশের গাড়ি শিল্প। একে চাঙ্গা করতে সাহায্যের প্রয়োজন’।
সোসাইটি অফ অটো মোবাইল ম্যানুফ্যাকচার্স কনক্লেভে যোগ দিয়েছিলেন নীতিন গাডকরি। সেখানে তিনি আরও বলেন, ‘সোসাইটি অফ অটো মোবাইল ম্যানুফ্যাকচার্সের অনুরোধ মেনে পেট্রোল ও ডিজেল গাড়িতে জিএসটি হ্রাস করার প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে রাখব। সোসাইটি অফ অটো মোবাইল ম্যানুফ্যাকচার্স আগেই সরকারকে এই শিল্পকে চাঙ্গা করতে সরকারের কাছে অনুরোধ করে’।
সোসাইটি অফ অটো মোবাইল ম্যানুফ্যাকচার্স এর সভাপতি রাজন ওয়াধেরা বলেন, ‘সরকারকে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে গাড়ির দাম কমবে। এছাড়া নানা রকম আকর্ষণীয় ডিল, বিশেষ ছাড়, অফার ঘোষণা করা হচ্ছে, যাতে ক্রেতারা গাড়ি কিনতে আকর্ষণ অনুভব করেন’।
গত উনিশ বছরে আসেনি এমন দুর্দিন। পরিস্থিতি এতটাই খারাপ যে খরচ কমাতে গত মাসে প্রায় ৩,০০০ অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে দেয় মারুতি সুজুকি। শুধু তাই নয়, গতকাল গুরুগাঁও ও মানসরের ২টি কারখানায় দুই দিনের জন্য উত্পাদন বন্ধ রাখারও ঘোষণা করে মারুতি সুজুকি। গাড়ি শিল্পের অবনতির জেরে চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন কর্মীরা। সেই অবস্থায় দাঁড়িয়ে জুলাই মাস থেকেই বার বার এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছে সোসাইটি অফ অটো মোবাইল ম্যানুফ্যাকচার্স। সরকার নড়েচড়ে বসেছে।