বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় নিলেন এক চ্যালঞ্জ। কোনও ছোট খাটো নয়, বেশ বড় চ্যালেঞ্জ। বুধবার উত্তর কলকাতার শ্যামবাজারে গেরুয়া শিবিরের এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন কৈলাস। বুধবার উত্তর কলকাতার শ্যামবাজারে গেরুয়া শিবিরের এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করে বসেন কৈলাস।
ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে জুতো পালিশ করাবে বিজেপি। তাঁর দাবি, পুলিশ যেভাবে বর্তমান শাসকদলের দলদাসের ভূমিকা পালন করছে, তারাও একই ভূমিকা পালন করাবেন পুলিশকে দিয়ে। কৈলাসের এই মন্তব্যের পর আবারও প্রশ্ন উঠে গিয়েছে, বিজেপির ঔদ্ধত্য নিয়ে।
লোকসভা ভোট পরবর্তী সময়ে সন্দেশখালিতে নিহত হন দুই বিজেপি কর্মী। ওই ঘটনার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিতে বুধবার শ্যামবাজার মঞ্চ বেঁধে প্রতিবাদ দেখায় বিজেপি। প্রসঙ্গত, ভাটপাড়ায় অশান্তির জেরে গত রবিবার মাথা ফাটে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। সেই বিষয়ে কথা বলতে গিয়েই পুলিশকে দিয়ে জুতো পালিশ করানোর কথা বলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুন সিং নিজেও।