সিবিআইয়ের পর এবার ইডির হেফাজতে যেতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ইডির মামলাতেও এবার সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না চিদম্বরমের। এদিন তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে চিদম্বরমকে ইডি-র গ্রেফতারিতেও আর কোনও বাধা থাকল না।
বেআইনি অর্থ লেনদেনের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরম। বর্তমানে তিনি আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের হেফাজতে আছেন। ওই একই মামলায় বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে চিদম্বরমের বিরুদ্ধে। এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন শীর্ষ কংগ্রেস নেতা।
এদিন তাঁর আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ জানিয়েছে, আগাম জামিন দেওয়া যাবে না চিদম্বরমকে। এই অবস্থায় আগাম জামিন দিলে তাতে তদন্তের ক্ষতি হবে। আদালতের দাবি, এই মামলায় তদন্তকারী সংস্থাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন। অভিযুক্ত যথাযথ আদালতে সাধারণ জামিনের আবেদন জানাতে পারেন বলেও জানিয়েছেন বিচারপতিরা।
আদালত আরও জানিয়েছে, তদন্ত যে অবস্থায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইডি-র সংগৃহীত তথ্য-প্রমাণ চিদম্বরমকে দেখানো যাবে না। এই রায়ের পরই ইডি সূত্রে জানা গিয়েছে, তারা চিদম্বরমকে গ্রেফতারের পরিকল্পনা করছে। ৩ সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট চিদম্বরমকে ৫ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। হয়তো আজই গ্রেফতার করা হতে পারে প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীকে।