প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেওয়া বন্ধ করছেন না দলের প্রবীণ নেতারা। এবার মুখ খুললেন বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। প্রধানমন্ত্রী মোদীর সামনে নির্ভিকভাবে দাঁড়িয়ে কথা বলতে পারবে, এমন একজন নেতার অভাব অনুভব করছেন তিনি। একইসঙ্গে দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে যে ধরণের আলোচনা হওয়া উচিৎ তাও প্রায় ‘ফুরিয়ে এসেছে’ বলে খেদ প্রকাশ করেছেন ৮৫-র এই প্রবীন নেতা।
প্রয়াত কংগ্রেস নেতা জয়পাল রেড্ডির স্মরণ অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন মুরলী মনোহর যোশী। তিনি বলেন, ‘আমি মনে করি আজকের সময়ে এমন একজন নেতৃত্বের প্রয়োজন যে নিজের মত খুব স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কোনও দ্বিধা ছাড়া, তিনি খুশি হচ্ছেন না দুঃখ পাচ্ছেন এটা না ভেবে মতাদর্শের উপর ভিত্তি করে বিতর্কে যেতে পারবে’।
প্রবীন রাজনৈতিক নেতার এই মন্তব্য থেকেই পরিষ্কার এই মুহূর্তে বিজেপিতে এমন কেউ নেই যে মোদী-শাহর সামনে সত্যিটা স্পষ্ট করে বলতে পারেন। দলীয় সিদ্ধান্ত বা অন্য কোনও ক্ষেত্রে মোদী-শাহ যোশী, আডবানীদের কাছে গিয়েছেন, গত সাড়ে পাঁচ বছরে এমন উদাহরণ নেই। বিরোধীদের সঙ্গেও বর্তমান শাসকদের সম্পর্ক তলানিতে। এমন পরিস্থিতিতে বিজেপির প্রবীন নেতা মুরলী মনোহর যোশীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।