পুলওয়ামা বিস্ফোরণ এবং তার পরের ঘটনাক্রমে যে বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের চূড়ান্ত অবনতি, তা বলাই বাহুল্য।এসবের মধ্যেই বিতর্কিত মন্তব্য করে আরও জলঘোলা করে বসলেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান স্বামীর পুত্র আজান সামি খান। যার জেরে তিনি তাঁর ভারতীয় নাগরিকত্ব অবধি খোয়াতে পারেন৷
দিন কয়েক আগেই ভারতীয় নাগরিকত্ব নিয়ে সওয়াল করেছিলেন আদনান। আজান বলে বসলেন, ‘পাকিস্তানই তাঁর বাড়ি’।
জন্মসূত্রে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হলেও আদনানের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। আজানের কথায়, আমার বাবার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তিনি কোথায় থাকবেন সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। তবে আমি পাকিস্তানকেই আমার বাড়ি বলে ভাবতে চাই। ভবিষ্যতে সে দেশে কাজও করতে চাই। যদিও আমার বেড়ে ওঠা এদেশে, অসংখ্য বন্ধুও রয়েছে এখানে তবু আমার মনে হয় পাকিস্তানে কাজের সুযোগ অনেক বেশি। অনেক স্বপ্ন আছে ওখানে। পাকিস্তান ইন্ডাস্ট্রি আমার পরিবারের মতো।
প্রসঙ্গত আজানের মা জীবা বক্তিয়ার পাকিস্তানের নামকরা অভিনেত্রী ছিলেন। মা যে তাঁকে অন্যরকম ভাবতে শিখিয়েছেন তা তিনি নিজেই স্বীকার করলেন। এছাড়াও আজানের কথায়, বাবা আদনানই তাঁর কাজের সবচেয়ে বড় সমালোচক।
তবে দুই দেশের এহেন পরিস্থিতিতে এরকম মন্তব্য যে করা একদমই ঠিক হয়নি সেই কথাই বলছেন নেটিজেনরা৷ অনেকেই বলছেন, এত পাকিস্তান প্রীতি হলে সে দেশেই যাক৷ এরপর কি হতে চলেছে আদনান-পুত্রের সঙ্গে তা জানান দেবে একমাত্র সময়৷