গত দশ বছরে এই প্রথম দেশের অর্থনীতির অবস্থা সবথেকে শোচনীয়। শেয়ার মার্কেটে সেনসেক্সের পতন কাল সর্বোচ্চ। এমনকি পড়েছে টাকার দামও। এই বিষয়েই গত রবিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, মোদী সরকারের উচিত প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দেশের অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যাবে, সে দিকে লক্ষ্য রাখা। আর এ বার প্রাক্তন প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বললেন, মনমোহন সিং যে পরামর্শ দিয়েছেন, তা শোনা উচিত মোদী সরকারের।
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে শিবসেনার মুখপত্র সামনা-তে নিজের বক্তব্য রাখেন উদ্ধব ঠাকরে। সেখানে তিনি বলেন, “মনমোহন সিং-এর পরামর্শ শোনার মধ্যেই দেশের ভালো হবে। এই অর্থনৈতিক মন্দা নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়। কাশ্মীর সমস্যা ও অর্থনৈতিক মন্দা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। দেশের অর্থনীতি হাল খুব খারাপ।” এই মুখপত্রে আরও বলা হয়, “মনমোহন সিং-এর মতো এত বড় রাজনীতিবীদ ও অর্থনীতিবীদ বলছেন এই বিষয়ে কোনও রকমের রাজনীতি করা উচিত নয়। আমাদের উচিত এই বিষয়ে দেশের দক্ষ অর্থনীতিবীদদের পরামর্শ নেওয়া ও এই অবস্থা থেকে বেরনো। আমাদের উচিত ওনার পরামর্শ শোনা।” যদিও মনমোহন সিং-এর এই বক্তব্যের পর তার বিরোধিতা করে বিজেপি।
গত রবিবার সকালে একটি ভিডিও বার্তায় মোদীকে পরামর্শ দেন মনমোহন সিং। তিনি বলেন, এটা ম্যান-মেড সঙ্কট! এই সঙ্কটের পরিস্থিতি কিছু ভুল সিদ্ধান্তের জন্য তৈরি হয়েছে। প্রথমত, নোটবন্দি। দ্বিতীয়ত, যেমন তেমন করে জিএসটি তথা পণ্য পরিষেবা কর ব্যবস্থার বাস্তবায়ন করা। প্রাক্তন প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ভারতের আরও দ্রুত আর্থিক বিকাশের সম্ভাবনা রয়েছে। কিন্তু চরম অর্থনৈতিক অব্যবস্থার জন্য সার্বিক ভাবে বৃদ্ধি ধাক্কা খেয়েছে। মোদী সরকারের উচিত এবার অর্থনীতিবিদদের সাহায্য নেওয়া।