এ যেন পুজোরই উপহার! হাতে গোনা আর কয়েকদিন বাকি পুজোর তার আগেই গৃহহীনদের মাথার ওপর ছাদ এনে দিল রাজ্য সরকার। মঙ্গলবার বাগবাজারে ‘মায়ের বাড়ি’ প্রকল্পে আবাসিকদের নতুন ফ্ল্যাটের চাবি দেওয়ার অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “গৃহহীনদের গৃহ দেওয়ার মধ্যে দিয়ে মানুষের সেবা করার কাজই করছে এই রাজ্য সরকার”। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, বৈশ্বানর চ্যাটার্জি, বরো চেয়ারম্যান তরুণ সাহা, স্বামী অভিন্নানন্দ মহারাজ এবং স্থানীয় কাউন্সিলররা।
‘মায়ের বাড়ি’ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এদিন আবাসনের ৩৫ জন বাসিন্দার হাতে চাবি তুলে দেন ফিরহাদ হাকিম। তিনি জানান, বাগবাজারে সারদা মায়ের বাড়ির কাছে বস্তির মানুষের জন্য রাজ্য সরকার বাড়ি তৈরির পরিকল্পনা নেয়। ‘মায়ের বাড়ি’ প্রকল্পে আবাসন তৈরির জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে বস্তিবাসীদের জন্য নতুন ঘর তৈরি করা হয়। এতে ৪ বিঘা ও ৫ কাটা এলাকায় মোট ১৫টি পাঁচতলা আবাসন তৈরি করা হয়েছে। প্রতিটি তলায় ৪টি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানা গেছে। মোট ৫০০টি ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক–একটি ফ্ল্যাট তৈরিতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে।