দেশের জন্য গর্বিত কিছু চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের সামনে আনার এক ধারা চলছে সিনেমা জগতে। সেখানে বড়সড় জায়গা দখল করে আছে ক্রীড়াবিদরা। নানা ক্ষেত্রে সাফল্য প্রাপ্ত ক্রীড়াবিদদের সিনেমার ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন পরিচালকরা। সেই তালিকায় নতুন সংযোজন সদ্য সোনা জেতা ব্যাডমিন্টন জগতের নক্ষত্র পিভি সিন্ধু। সারা দেশকে গর্বিত করে সকলের চোখের মণি হয়ে উঠেছেন। এই জয়ের পেছনে রয়েছে দীর্ঘ যাত্রা।
সেই যাত্রাপথকেই এবার রুপোলি পর্দায় আনতে চান বলিউডের অভিনেতা তথা প্রযোজনক সোনু সুদ। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, পিভি সিন্ধু ইতিমধ্যেই জানিয়ে দিলেন, তাঁর বায়োপিকে নিজের ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখতে চান তিনি। নিজের পছন্দের কথা অকপট স্বীকার করে নিলেন তিনি। তাঁর কথায়, নিজের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য দীপিকা পাড়ুকোনই তাঁর সেরা পছন্দ। সিন্ধুর জানায়, “দীপিকা নিজে ব্যাডমিন্টন খেলেছেন। এবং উনি খুবই ভালো অভিনেত্রী। তাই আমি চাই, আমার চরিত্রে দীপিকাই অভিনয় করুন। তবে নির্মাতাদের পছন্দের উপরেও আস্থা রাখছি, ওঁরাই তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
সোনু সুদ জানিয়েছেন, সিন্ধুর জীবনের উপরে ছবি তৈরির পথে এগোচ্ছেন তিনি। জানা গিয়েছে, সেই ছবির ক্লাইম্যাক্স সিনে থাকবে এই সোনা জয়ের ঘটনা। শোনা যাচ্ছে, নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন এখনও ঠিক না হলেও, সিন্ধুর কোচ পুলেল্লা গোপীচাঁদের ভূমিকায় দেখা যাবে স্বয়ং সোনু সুদকেই। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
পিভি সিন্ধু বলেন, “আমার সঙ্গে এই নিয়ে কথা হলেও, খুব বেশি ক্ষণ আলোচনা হয়নি। আমি মত দিয়েছি। এটা বলতে পারি, ছবিটি নিরাপদ হাতেই রয়েছে। এই ছবির জন্যে সব চেয়ে ভাল যা হবে, তা-ই করা হবে। আমার সম্পূর্ণ আস্থা আছে নির্মাতাদের উপরে।” এখন এটাই দেখার কত তাড়াতাড়ি আমরা ‘সোনার মেয়ে’র জীবন রুপোলি পর্দায় দেখতে পাব।