গত লোকসভা ভোটের আগে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন তিনি। কংগ্রেস সমর্থকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেশি সময় লাগেনি তাঁর। তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মনে করিয়েছিলেন স্বয়ং তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীকে। সঙ্গে সঙ্গে তাঁকে দলের সাধারণ সম্পাদক হিসাবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁকে পুরো উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হতে পারে। ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে। তাই প্রিয়াঙ্কা এখনই ভোটের কথা মাথায় রেখে জেলা স্তরে কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন।
কংগ্রেস সূত্রের খবর, প্রিয়াঙ্কা ইতিমধ্যে কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেছেন। গত লোকসভা ভোটে দলের যে প্রার্থীরা হেরে গিয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছেন। জেলাস্তরের নেতাদের সঙ্গে কথা বলে তিনি রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। উত্তরপ্রদেশে দলকে চাঙ্গা করার জন্য তিনি শীঘ্র বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করবেন।
গত ফেব্রুয়ারি মাসে রাহুল বলেছিলেন, কংগ্রেস ২০২২ সালে উত্তরপ্রদেশে সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে। তাঁর কথায়, আমি প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছি। আমি চাই না আমাদের দল এই রাজ্যে দুর্বল হয়ে থাকুক। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হওয়া উচিত। আর সেই লক্ষ্যেই এখন থেকে উঠেপড়ে লেগেছে কংগ্রেস শিবির।