লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে গেরুয়া বাহিনীর দাপট ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যের শাসক দলের ওপর অত্যাচার চালাচ্ছে। বাদ পড়ছে না পুলিশও। পুলিশের সঙ্গে সমান তালে চলছে বচসা। সঙ্গে চোখ রাঙানি। এমনই এক কান্ড ঘটল এই দিন শিলিগুড়িতে। পুলিশকে “একুশে ছাল ছাড়িয়ে নেব, অপেক্ষা করুন।” বলে আঙুল উঁচিয়ে হুমকি দিলেন শিলিগুড়ি বিজেপি যুব মোর্চা নেতা।
এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই, কড়া হাতে হাল ধরে পুলিশ। আয়ত্তে আসে পরিস্থিতি। এদিকে বিজেপি যুব মোর্চার ৩ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট বিনোদ প্রসাদের এহেন আচরণে অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব।
প্রসঙ্গত, এইদিন শিলিগুড়িতে জোন ওয়ান ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিস ঘেরাও করেন বিজেপি কর্মী, সমর্থকরা। শিলিগুড়ির ভেনাস মোড় থেকে মিছিল করে চিল্ড্রেন পার্কে ডিসিপি অফিস পৌঁছন তাঁরা। তারপর বেশকিছুক্ষণ ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চলে। ডিসিপি অফিসে এই প্রতিনিধি দলের যাওয়া নিয়েই পুলিসের সঙ্গে বচসা শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, তাঁদের আরও প্রতিনিধিকে ডিসিপি অফিসের ভেতরে প্রবেশ করতে দিতে হবে। কিন্তু পুলিশ তাঁদের সিদ্ধান্তে অনড় থাকে। অনুমতি ছাড়া আর কোনও ব্যক্তিকে ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিস। শুরু বচসা। এরপরই কথা কাটাকাটিতে আস্তে আস্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। তখনই আঙুল উঁচিয়ে সোজা পুলিসকে হুমকি দেন বিনোদ প্রসাদ। যুব মোর্চা নেতার এই মন্তব্যে বিড়ম্বনায় পড়ে যায় বিজেপি নেতৃত্ব। এইভাবে পুলিশ-প্রশাসনের সঙ্গে প্রকাশ্য গন্ডগোলকে ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহলের একাংশ।