হুমকির সুরে কথা বলা বিজেপি নেতা-মন্ত্রীরা এখন প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন। বেলাগাম মন্তব্য করে বিতর্কেও বহুবার জড়িয়েছেন তাঁরা। তবুও সেই ভুলগুলি থেকে শিক্ষা নেননি কেউই। এবার ফের বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়ালেন জলপাইগুড়ির বিজেপি নেতা।
গতকাল ব্যারাকপুরে পুলিশের সঙ্গে বিজেপি-র সংঘর্ষে মাথা ফেটেছে সেখানকার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ তার প্রতিবাদে আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি ৷ পাশাপাশি রাজ্যজুড়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিও নেওয়া হয় ৷
উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও বিজেপি নেতা-কর্মীরা মিছিল করে পুলিশের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। যদিও তাদের বিক্ষোভকে আমল দেয়নি স্থানীয় পুলিশ। সেখানেই বিক্ষোভের মাঝে জলপাইগুড়ি জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক বাপি গোস্বামী বলেন, “এখন যে অত্যাচার তৃণমূল করছে, ২০২১-এ ক্ষমতায় আসার পর তার দশগুণ অত্যাচার ওপর আমরা করব ৷” এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে।