বাম আমলে লোকসানের কবলে পড়ে নুইয়ে পড়েছিল তন্তুজ। তৃণমূলের আমলে ফের চাঙ্গা সংস্থা। তাঁতের শাড়ির সম্ভার নিয়ে দেশের আভ্যন্তরীন বাজারের পাশাপাশি মার্কিন মুলুক ও বিলেতের বাজারেরও দখল নিচ্ছে তন্তুজ।
শুধু তাই নয়, অন্য কয়েকটি রাজ্যের সরকারি ও বেসরকারি সংস্থাও তন্তুজের সঙ্গে সরাসরি তাঁতের শাড়ি-সহ নানা ধরনের এথনিক ডিজাইনের তাঁতের পোশাক নিয়ে বাণিজ্যিক চুক্তি করছে। যা নতুন ভাবে চাঙ্গা করে তুলেছে এই সংস্থাকে। অথচ এই তন্তুজই বাম আমলে লোকসানে নুইয়ে পড়েছিল। শেষ তিন বছরে তন্তুজের শুধু অনলাইন ব্যবসাই বেড়েছে ৮০০ গুণ। দেখা যাচ্ছে, তন্তুজ চলতি আর্থিক বছরের প্রথম চার মাসেই ৫১ লক্ষ ১৫ হাজার টাকার ব্যবসা করে ফেলেছে। ২০১৫-১৬ আর্থিক বছরের শুরুতে তন্তুজ অনলাইনে ৩২ লক্ষ ৫৯ হাজার ৩১৫ টাকার ব্যবসা করেছিল। ২০১৮-১৯-এর আর্থিক বছরে অনলাইনে সংস্থার মোট ব্যবসার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫ লক্ষ ৭৫ হাজার ৪৪০ টাকা।
তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় বলেন, ‘বাংলার তাঁত, বিশেষ করে টাঙ্গাইল শাড়ির কদর রয়েছে বিদেশের বাজারে। তা ছাড়া, মালবেরি সিল্ক-সহ নানা ধরনের সিল্কেরও চাহিদা রয়েছে। বিভিন্ন অনলাইন সংস্থার পাশাপাশি তন্তুজের নিজস্ব প্রোটাল চালু হওয়ায় বাড়তি সুবিধে হচ্ছে। গত বছর তন্তুজ ২৫২ কোটি টাকার ব্যবসা করেছে, লাভ হয়েছে ১৪ কোটি টাকা।
বিদেশের বাজার ছাড়াও দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বাংলার তাঁতের চাহিদা তৈরি হয়েছে অনলাইন বিপননের মাধ্যমে। প্রথমে ফ্লিপকার্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধে, পরে বাজার ধরতে নিজস্ব পোর্টাল চালু করেছে রাজ্য সরকারের এই সংস্থা। ক্রমশ ধাপে ধাপে তাদের সঙ্গী হয়েছে অ্যামাজন। গত বছর শরিক হয়েছে বেঙ্গালুরুর নামজাদা অনলাইন সংস্থা ‘গোকুপ’।