বাংলার মাটিতে আবারও গেরুয়া সন্ত্রাস। এবার রানাঘাটে পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের দলীয় কার্যালয়। অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার জেরে ব্যাপকন চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে।
রানাঘাট পুরসভার চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘রানাঘাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে রামচন্দ্র বিশ্বাস লেনে তৃণমূলের পার্টি অফিস ছিল, সেখানে কর্মীরা দলের কাজকর্ম করতেন এছাড়া এলাকার দুঃস্থদের জন্য কাজকর্ম করতেন। শনিবার রাত আড়াইটে নাগাদ কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় মানুষ তা দেখতে পেয়ে খবর দেন দমকলে। ঘটনা স্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। ততক্ষণে অবশ্য পার্টি অফিসটি পুড়ে যায়। আলমারি, চেয়ার–টেবিল, হুইলচেয়ার, কাগজপত্র সব পুড়ে যায়। লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি এলাকা অশান্ত করার চেষ্টা করছে। আমরা পুলিশকে বলেছি। দুষ্কৃতীদের অবিলম্বে ধরতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’
ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যাবেলায় রানাঘাটের চৌরঙ্গি মোড়ে তৃণমূল নেতা ও কর্মীরা একটি প্রতিবাদসভার আয়োজন করেন। সভায় পার্থসারথি বলেন, ‘কয়েকদিন আগে ওই ৪ নম্বর ওয়ার্ডের আমলকীতলায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হচ্ছিল। তা করতে বাধা দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের দলের কর্মীরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র করতে সাহায্য করেন এবং প্রশাসনকেও সব জানান। এতে ওই দুষ্কৃতীরা চটে যায়। তাদের ক্ষোভ গিয়ে পড়ে আমাদের কর্মী এবং পার্টি অফিসের ওপর। এছাড়া ওই অঞ্চলে আমাদের দলের কাজকর্ম করতেও বাধা দেওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা হয়। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আমাদের পার্টি অফিসে আগুন।’