এক সময় যে সাবাইনা পার্কে রাজত্ব করতেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিরা, সেখানেই শাসক হয়ে উঠলেন এক ভারতীয় পেসার। তিনি যশপ্রীত বুমরা। শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরার বিষাক্ত সুইং সামলাতে না পেরে পরপর ফিরে যান ড্যারেন ব্র্যাভো, শ্যামর ব্রুকস এবং রস্টন চেজ। সঙ্গে সঙ্গে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিন নম্বর বোলার হিসেবে হ্যাটট্রিকের মালিক হয়ে যান বুমরা।
যদিও তাঁর এই হ্যাটট্রিকের জন্য বুমরা কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহালিকেই। দিনের শেষে ‘বিসিসিআই টিভি’-র হয়ে বুমরার সাক্ষাৎকার নেন স্বয়ং কোহালি। যেখানে আবেগাপ্লুত পেসার ধন্যবাদ দেন তাঁর অধিনায়ককে।
বুমরার অসাধারণ বোলিংয়ে মুগ্ধ ক্রিকেট কিংবদন্তিরাও। মুগ্ধ ভিভ রিচার্ডস। বুমরার হ্যাটট্রিক দেখার পরে ভিভ বলেন, ‘‘আমি কোনও দিন কল্পনাও করিনি যে, জীবিত থাকতে দেখতে পাব ভারতীয় ফাস্ট বোলাররা বিশ্ব শাসন করছে।’’
এদিকে বুমরা বলছেন, ‘‘আমি একেবারেই নিশ্চিত ছিলাম না, আউট কি না। আমি ভেবেছিলাম বলটা প্রথমে ব্যাটে লেগেছে। কিন্তু বিরাট রিভিউটা দারুণ নেয়। যে কারণে বলছি, এই হ্যাটট্রিকের জন্য আমি ক্যাপ্টেনের কাছেই কৃতজ্ঞ থাকব। ক্যাপ্টেন, এই হ্যাটট্রিকটা তোমাকেই দিলাম”৷