ভ্যাটিকানে লিফটের মধ্যেই আটকে রইলেন খোদ পোপ ফ্রান্সিস। শেষমেশ ঈশ্বর নয়, দমকল বাহিনী এসে প্রায় ২৫ মিনিট পড়ে তাঁকে উদ্ধার করল। এই আটকে পড়ার জেরে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় উপস্থিত হতে দেরিও হয় তাঁর। দেরির জন্যে ক্ষমাও চান তিনি।
গতকাল সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। আর সেখানে যেতে গিয়েই বিপত্তি। ভাটিক্যানে লিফটের মধ্যে টানা ২৫ মিনিট আটকে পড়েন ফ্রান্সিস। বিদ্যুতিক গোলযোগের কারণেই বন্ধ হয়ে যায় লিফট।
দমকল বাহিনী এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ওই অনুষ্ঠানে। প্রথমেই ক্ষমা চান পোপ। পোপ জানান, বিদ্যুৎ না থাকার কারণে লিফটে তিনি ২৫ মিনিটের মতো আটকে ছিলেন। রোববার ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা চাইতে হচ্ছে। এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেয়ার আহ্বান জানান। ভাষণে পোপ আরও জানান, ভোল্টেজ কমে যাওয়ার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২৫ মিনিট ধরে তাদের চেষ্টার পর লিফট পুনরায় সচল হয়।