বাংলা ক্রিকেট দলের অধিনায়কত্ব গ্রহণ না-করলেও ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেবেন ঋদ্ধি৷ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে ভারতের ক্যাপ্টেন নির্বাচিত হলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান৷ আগামী ৯ সেপ্টেম্বর থেকে তিরুবনন্তপুরমে খেলা হবে ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ৷ ১৭ সেপ্টেম্বর থেকে মহীসূরে খেলা হবে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি৷
চলতি দলীপ ট্রফির ফাইনালের কথা ভেবে জাতীয় নির্বাচকরা দু’টি ম্যাচের জন্য পৃথক দল বেছে নেন৷ ইন্ডিয়া রেড ও ইন্ডিয়া গ্রিন দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের কথা বিবেচনা করেই প্রোটিয়াদের বিরুদ্ধে চার দিনের ম্যাচের জন্য টিম নির্বাচিত করা হয়৷ শুভমন গিলের নেতৃত্বাধীন প্রথম ম্যাচের দলে উইকেটকিপারের ভূমিকা পালণ করবেন কেএস ভরত৷ ঋদ্ধির ক্যাপ্টেন্সিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ৷
যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের দু’টি ম্যাচেই ভারতকে নেতৃত্ব দেবেন না ঋদ্ধি৷ তিনি শুধু মাত্র দ্বিতীয় ম্যাচের দলে রয়েছেন৷ সেই ম্যাচেই ক্যাপ্টেন্সি করবেন সাহা৷ প্রথম ম্যাচে ভারতীয়-এ দলের ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে৷