মোদী সরকারের দ্বিতীয় আমলে আশা করা গেছিল রান্নার জ্বালানির দাম কিছুটা কমে স্বস্তি দেবে সাধারণ মানুষকে। এমনিতেই বর্তমান ভারতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য বেশ কাট-খড় পোড়াতে হয়। সেখানে দাঁড়িয়ে দুবার রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু এবার জোর ধাক্কা খেল সাধারণ মানুষ। এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল গ্যাসের। রবিবার থেকে থেকে কলকাতাতে ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য বাড়ছে ১৫.৫০ টাকা। যার ফলে গ্যাসের দাম ৬০১ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬১৬.৫০ টাকা।
আবার চমকে দেওয়ার মতো করে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ৫১ টাকা। এখন নতুন দাম হল ১১১৪.৫০ টাকা। তবে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে দাম এখনও স্পষ্ট নয়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিমাসেই গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।
দাম বেড়ে যা দাঁড়াল, তাতেও কলকাতাতেই এলপিজি সিলিন্ডারের দাম বাকি মেট্রো শহরগুলোর তুলনায় বেশি। রবিবারের হিসেবে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৬১৬.৫০টাকা। অথচ দিল্লীতে মূল্য ৫৯০ টাকা, মুম্বইয়ে ৫৬২ টাকা এবং চেন্নাইয়ে ৬০৬.৫০ টাকা।
এর আগে একাধিকবার গ্যাসের দাম বাড়া নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে সরকারকে। এবার যে পরিমানে দাম বাড়ল, তা নিয়েও সুর চড়াতে পারে বিরোধীরা। আবার কাঠগড়ায় দাঁড়াতে পারে মোদী সরকার। এইভাবে গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর বড়সড় থাবা পড়তে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।