সারা দেশে প্রায় একচ্ছত্র সরকার চালাচ্ছে বিজেপি। লোকসভা নির্বাচনের প্রচারে প্রচুর টাকা উড়েছে। সেই টাকার উৎস নিয়ে আগা-গোড়াই দ্বন্দ্বের মধ্যে দেশবাসী। এইবার সেই টাকার উৎস নিয়ে বিস্ফোরক অভিযোগ হানলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর অভিযোগ, বিজেপি ও বজরং দল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের থেকে টাকা নেয়। শুধু তাই নয় আরএসএস ও বজরং দল গোরক্ষার নামে ব্যবসা করছে বলেও দাবি মন্তব্য করেন তিনি। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে নিমিষেই।
শুক্রবার মধ্যপ্রদেশের ভিন্দে রানা প্রতাপের একটি মূর্তি উদ্বোধন করতে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। আর সেখানে গিয়ে তিনি বলেন, ‘মুসলিমদের থেকে অমুসলিম সম্প্রদায়ের মানুষরাই বেশি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি করে। বিজেপি ও বজরং দল আইএসআইয়ের থেকে টাকা পর্যন্ত নেয়। এই বিষয়টি খতিয়ে দেখা উচিত। একসময বাবর তাঁর উইলে হুমায়ুনকে নির্দেশ গিয়েছিলেন যে হয় মন্দির ভাঙবে নয় গরু কাটবে। ব্রিটিশরাও গরু কেটে তাদের সেনাদের খাওয়াত। উত্তর-পূর্ব ভারতের মানুষরাও গরুর মাংস খায়।’
এর পাশাপাশি ব্যাংকের সংযুক্তিকরণ এবং দেশের অর্থনৈতিক মন্দা নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেন দিগ্বিজয়। নরেন্দ্র মোদীর শাসনকালে দেশের অর্থনীতির হাল ভয়াবহ হয়েছে বলেও মন্তব্য করেন। তাঁর আমলে ভারতে যেভাবে বেকারত্ব বাড়ছে তা বড় বিপদ ডেকে আনবে বলেও আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।