বেশ কয়েকদিন ধরে রাজ্যে মিড ডে মিল নিয়ে টালমাটাল চলছে। পর্যাপ্ত পরিমাণে মিড ডে মিল সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আর তার ভিত্তিতেই কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক স্কুলের জন্য মিড মিলের এক নির্দিষ্ট ছক বেঁধে দিয়েছেন তিনি। তবে এত টালমাটালের পরও এরাজ্যের জন্যে আশার কথা হল, অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে মিড ডে মিল কার্যকর করার ক্ষেত্রে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ।
২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ১ কোটিরও বেশি ছাত্রছাত্রীকে মিড ডে মিল প্রকল্পে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এই এক কোটির মধ্যে ৬৪ লক্ষ প্রাথমিক ও ৪১ লক্ষ উচ্চ-প্রাথমিকের শিক্ষার্থী। পরিসংখ্যান অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ১০২ শতাংশ, রাজস্থান ১০১ শতাংশ, অসম ১০০ শতাংশ, গুজরাত ৯৮ শতাংশ, তামিলনাড়ু ৯৮ শতাংশ, কেরল ৯৭ শতাংশ, মহারাষ্ট্র ৯০ শতাংশ ও বিহার ৯১ শতাংশ। ফেসবুকের এই পরিসংখ্যানটি এখন বহুলভাবে প্রচারিত হচ্ছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া ছকে মিড ডে মিল সরবরাহ করা হলে তাতে রাজ্যে খাদ্যের মান নিয়ে আর কোনো অসন্তোষ থাকবে না বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।