গরু দিয়েই বিপ্লব আনা হবে। এমনই এক উদ্ভট দাবি করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী দিনে যত কৃত্রিম প্রজননের মাধ্যমে যত গরু জন্মাবে, সেগুলি সবই গাই গরু হবে। এমনই ঘোষণা করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। আর তারপরই নেট দুনিয়ায় উঠেছে হাসির রোল।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতার কথায়, “গরুর কৃত্রিম প্রজননের কারখানা খুলে দেব। এমন প্রজননের ব্যবস্থা করব, যাতে গরুগুলি ২০ লিটার করে দুধ দেয়। গরু দিয়েই বিপ্লব এনে দেব!” শুধু আজ নয়। এর আগেও লোকসভায় গিরিরাজ কেন্দ্রের বিশেষ উদ্যোগের কথা জানিয়েছিলেন গরু সংরক্ষণের ব্যাপারে। জানিয়েছিলেন, ‘গোকুল মিশন’-এর মাধ্যমে দেশি গরুর সংখ্যা দ্রুত বৃদ্ধি করা হবে আগামী পাঁচ বছরে। তাঁর দাবি, বিপুল পরিমাণ দুধ থেকে উৎপাদিত দুগ্ধজাত দ্রব্য ব্যবসায়িক দিক থেকে বড় সাফল্য এনে দেবে দেশকে।
যদিও বিরোধী শিবিরে এই নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। দেশের উন্নয়ন যখন অনেক দিন থেকেই ধাক্কা খাচ্ছে, তখন তা চাঙ্গা করার মাপকাঠি কী করে গরু হতে পারে, তা নিয়ে ব্যঙ্গ করেছেন অনেকেই। হাসির রোল উঠেছে নেট-দুনিয়াতেও। গরু জন্মানোর কারখানা খোলার কথা বলা নিয়ে ট্রোল করেছেন অনেকে। কারণ এমন হাস্যকর এক মন্তব্য নেটিজেনদের কাছে সমালোচিত হবে তা বলাই বাহুল্য।