লোকসভা নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু ছিল এনআরসি। সেই নিয়ে টালমাটাল চলছিল। অবশেষে এইদিন এনআরসি নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল। আর তারপরই বাংলার বিজেপি নেতারা বাংলাতেও এনআরসি চালু নিয়ে মুখ খুলতে থাকেন। শুধু অসম নয়, পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই এনআরসি চালু হবে। এমনই মন্তব্য রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র। এই এনআরসি মন্তব্যের পালটা মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ বলেন, “এনআরসির নামে প্রকৃত ভারতীয়দের দেশ ছাড়া করার চক্রান্ত হলে গোটা বাংলা রুখে দাঁড়াবে। বাংলার মানুষ ভীত নয়, অসহায় নয়। কেউ যদি বাইরে থেকে গায়ের জোরে অশান্তি করতে আসে, বাংলা দখল করতে আসে তাহলে বাংলার মানুষ প্রতিবাদ করবে।”
অসমের নাগরিকপঞ্জির তালিকা প্রকাশ নিয়ে তৃণমূল অসন্তুষ্ট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বিগ্ন তাও এদিন স্পষ্ট করে দেন ফিরহাদ হাকিম। আসামের এই নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। আগামী ১২০ দিনের মধ্যে তাঁদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে প্ৰমাণ দিতে হবে নাহলে দেশ ছাড়াও হতে পারেন তাঁরা। এমনই আশঙ্কায় ভুগছে আসামের নাগরিকরা।