বাংলার ক্ষমতায় এসেই কৃষকদের উন্নতিকে পাখির চোখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার উদ্যোগেই এখন অনেক উন্নতি হয়েছে কৃষকদের। কৃষকেরা পেয়েছেন একাধিক জনদরদী প্রকল্প। তাঁরা পেয়েছেন খাদ্যসাথী, কৃষকবন্ধুর মত প্রকল্প। এই মরশুমের বৃষ্টির ঘাটতিতে যাতে কৃষকদের কোনও অসুবিধা না হয় সেই জন্যেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার বাংলার কৃষকদের আট হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সমবায় দফতর।
কৃষকেরা যাতে তাঁদের প্রয়োজনে টাকা ধার করতে পারেন, তাঁদের জীবিকা নির্বাহে যাতে কোনও অসুবিধা না হয় তাই এই পদক্ষেপ মমতা সরকারের। যেভাবে কৃষকবন্ধু বা খাদ্যসাথী প্রকল্পে উপকৃত হয়েছেন সেভাবেই ঋণ পাওয়ারা এই পদক্ষেপেও সুবিধা হবে কৃষকদের, এমনটাই মত সরকারি তরফের।
কৃষকদের ঋণ দেওয়ার সঙ্গে গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যাতে সমান গুরুত্ব পায়, তার জন্য বিভিন্ন দপ্তরের অধীনে থাকা রাজ্যের সব স্বনির্ভর গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য তৈরী করা হচ্ছে সরকারি পোর্টাল। গ্রামীণ এলাকার মানুষ যাতে ব্যাঙ্ক পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য অনেক নতুন ব্যাঙ্কও তৈরী করা হচ্ছে বলে জানা গেছে।