তলানিতে এসে ঠেকেছে দেশের অর্থনীতি। এমতাবস্থায় ভারতে শিল্পের ওপর বিনিয়োগ করতে চাইছেন না বিনিয়োগকারীরা। এই অবস্থায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার এসে ঠেকল ৫ শতাংশে, গত ছ’বছরে যা সর্বনিম্ন। শুক্রবার সরকারি নথি থেকে এমনই তথ্য উঠে এল।
আর এবার অর্থনীতির বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করল কংগ্রেস৷ আরবিআই থেকে কেন্দ্রের টাকা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন রাহুল গান্ধী৷ এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আসরে নামলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা৷ তাঁর কথায়, ভারতের অর্থনীতি বিক্ষত৷ আগের বারের চেয়ে জিডিপির হার কমেছে৷ এই নিয়ে প্রিয়ঙ্কা বলেন, জিডিপির এই দশা দেখে পরিষ্কার সরকারের ‘আচ্ছে দিনে’র স্বপ্ন দেখানোই সার৷ অর্থনীতি আজ ক্ষত-বিক্ষত৷
অর্থনীতির হাল ফেরাতে রিজার্ভ ব্যাঙ্কের টাকা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বারেবারে সরব হয়েছে কংগ্রেস৷ রাহুল গান্ধী আগেই বলেছিলেন, কী ভাবে নিজেদের তৈরি করে অর্থনৈতিক দুর্যোগের সমাধান হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনেই দিশাহারা।
রাহুল আরও বলেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা চুরি করে কোনও লাভ হবে না। কারণ এ হল ওষুধের দোকান থেকে ব্যান্ড-এড চুরি করে গুলির ক্ষত ঢাকা দেওয়ার মতো ব্যাপার৷’ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেন, দেশ চরম অর্থনৈতিক মন্দার মুখে৷ বিজেপি সরকার দেশকে এভাবে অর্থনৈতিক জরুরি অবস্থার দিকে ঠেলে দিয়েছে৷