এবার পুজো কমিটিগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। সঙ্গে পুর পরিষেবা মিলবে বিনামূল্যে। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনের সমন্বয় বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতবার ১০ টাকা করে দিয়েছিলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় কয়েকটা ক্লাব পায়নি। কাগজপত্র ঠিক রাখুন। আমি জানি, আর্থিক সংকট দেখা দিয়েছে, মন্দা চলছে, তথৈবচ অবস্থা। কিন্তু পুজো তো করতে হবে। এবার আপনাদের জন্য ১০ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করছি। অর্থমন্ত্রী, মুখ্যসচিব, কলকাতা পুলিশ কমিশনার ও ডিজির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি।’ মমতা আরও বলেন,’বড় ক্লাবগুলো ছোট ক্লাবকে সহযোগিতা করে। ১০টা ছোট ক্লাবকে সহযোগিতা করবে বড় ক্লাবগুলি। মহিলাদের পুজোয় অতিরিক্ত ৫ হাজার টাকা করে দেবে পুলিস। এটুকু করতে পারলাম।’

একইসঙ্গে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলেও ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আগে ইলেকট্রিক বিলে ছাড় দিত হত না সিইএসসি। আমরা আসার পর ১০ শতাংশ পরে ১২ শতাংশ ছাড় দেওয়া শুরু হয়েছে। এবার সিইএসসি-র সঙ্গে কথা বলে নিয়েছি। বিদ্যুত বিলে ২৫ শতাংশ ছাড় দেবে সিইএসসি ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ফায়ার ব্রিগেডে কোনও টাকা দিতে লাগে না। পুরসভাও কর নেয় না। ববি নাও?’ ফিরহাদ হাকিম উঠে জানান, পুরসভা কোনও কর নেয় না। জল বিনামূল্যে দেওয়া হয়। এমনকি বিজ্ঞাপনেও কর নেওয়া হয় না। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ক্লাবগুলি থানায় আবেদন করলে সরকারি বিজ্ঞাপনের ব্যবস্থা করা হবে। সেফ ড্রাইভ সেভ লাইফের বিজ্ঞাপন তো দিতেই পারে পুলিশ।
