গণপিটুনি প্রতিরোধ বিল আরও কঠোর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবিত নতুন বিলে বলা হয়েছে, গণপিটুনির জন্য যদি কারও মৃত্যু হয় তাহলে তার কঠোরতম শাস্তি হবে। দোষীদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এমনকী মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে।
চলতি সপ্তাহের গোড়াতেই গণপিটুনি প্রতিরোধ বিল ২০১৯ বিধানসভায় পেশ করেছিল রাজ্য সরকার। তখনই বলা হয়েছিল, শুক্রবার বিলটি নিয়ে আলোচনা হবে ও তা পাশ করানো হবে। ওই বিলে বলা ছিল যে, গণপিটুনির ঘটনায় কারও মৃত্যু হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও হতে পারে।
কিন্তু শুক্রবার বিধানসভা অধিবেশন বসতেই সরকার জানায়, আগের বিলটিতে কিছু ভুল-ত্রুটি রয়েছে। তা সংশোধন করে নতুন ভাবে বিলটি পেশ করা হবে। আগের বিলের সঙ্গে তুলনা করে দেখা যায়, নতুন বিলে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে।