চাঁদের আলোয় তাজমহল দেখার স্বপ্ন প্রায় সকলেরই আছে। ঠিকরে পড়া চাঁদের আলোয় তাজমহলের অপরূপ রূপ যে দেখেছেন, সেই জানেন। কিন্তু দূষণজনিত কারণে বেশ কিছুদিন ধরেই সূর্যাস্তের পর বন্ধ করে দেওয়া হত স্মৃতিসৌধের ফটক। সংস্কারের কারণে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত তা খোলা থাকত পর্যটকদের জন্য।
তবে সর্বাধিক ৪০০ পর্যটক রাতে প্রবেশ করতে পারবেন। মোট ৮টি ব্যাচ হবে। প্রতি ব্যাচে ৫০ জন করে থাকবেন। বড়দের জন্য টিকিটের মূল্য ৫১০, ছোটদের ৫০০। বিদেশি নাগরিকদের জন্য ৭৫০। প্রতিদিন তাজমহল দেখতে আসেন প্রায় ২২ হাজার মানুষ। পর্যটন মন্ত্রী জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই নির্দেশিকা পৌঁছে যাবে তাজমহলের সংশ্লিষ্ট দফতরে।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সম্প্রতি জানিয়েছেন, এবার ৬টার পরও তাজমহল খোলা থাকবে পর্যটকদের জন্য। তিনি জানান, অনুরোধ আসছিল অনেকদিন ধরেই। এরপর তাঁরা ঠিক করেন রাতেও খোলা রাখবেন। তার জন্য রাখা হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। এমনকী পূর্ণিমার দিনেও থাকবে বিশেষ ব্যবস্থা।