৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাউকেই কাশ্মীরে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীরা এই ইস্যুতে একের পর এক তোপ দেগেছে গেরুয়া শিবিরকে। কিন্তু চুপ বাম শিবির। এবার এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন সিপিএমকে। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বলেন, ‘এরা ভিয়েতনাম নিয়ে মিছিল করে। কিন্তু কাশ্মীর ইস্যুতে চুপ’।
বুধবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুরু থেকেই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, ‘কাশ্মীর নিয়ে এতকিছু হয়েছে কেউ কথা বলতে পেরেছেন? মিডিয়াকে ঢুকতে দিয়েছে? কাউকে দেখতে দিয়েছে? রিপোর্ট করতে দিয়েছে? কাউকে কথা বলতে দেয়নি। কাশ্মীরে বন্দুকের নল দিয়ে চেপে রেখে দিয়েছে।’ এই ইস্যুতেই সিপিএমকে একহাত নিয়ে মমতা বলেন, ‘কোথায় বন্ধু। ভিয়েতনামের মুক্তিযুদ্ধে কলকাতায় আওয়াজ উঠেছিল। তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম। আজ কোথায় সেই সিপিএম। আপনার ভূমিকা কোথায়? রামে বামে এক হয়ে গেলেন? সব সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ।’
শুধু কাশ্মীর নয় এদিন তাঁর বক্তব্যে রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে উঠে আসে বিজেপির হর্স ট্রেডিংও। মমতা বলেন, ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে বিধায়ক কেনা চলছে। এত টাকা কথা থেকে আসছে? দেশটাকে ভোগ করবে বলে দখল করবে বলে কাউকে টাকা দিয়ে কাউকে এজেন্সির ভয় দেখিয়ে কিনে নিচ্ছে। কর্ণাটকে সরকার পড়ে গেল। হর্স ট্রেডিংয়ে হর্স দৌড়াল সরকার পড়ে গেল। কেউ কিছু বলল না বলার কারও ক্ষমতা নেই বন্ধু।’