প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে দেশকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছেন পি ভি সিন্ধু। গোটা ভারত উচ্ছ্বসিত তাঁর সাফল্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে হেলায় হারানোর পর সিন্ধুর ক্ষিপ্রতা ও ফিটনেসে মুগ্ধ হয়েছেন বিশ্ববাসী। তাঁর এই ফিটনেস একদিনে গড়ে ওঠেনি। এর পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম ও কঠোর অধ্যবসায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর অধ্যবসায়ের ভিডিও।
নিজেকে ফিট রাখতে কতটা পরিশ্রম করেন ভারতের এক নম্বর এই ব্যাডমিন্টন তারকা, তা দেখা গিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। মঙ্গলবার রাতে ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘অমানুষিক! এটা দেখেই আমি ক্লান্ত হয়ে গেলাম। কেন সে বিশ্বচ্যাম্পিয়ন, তা আর রহস্যের নয়।’’ মহীন্দ্রার শেয়ার করা সেই ভিডিয়োতে পিভি সিন্ধুকে জিমে ওয়ার্কআউট করতে দেখা যাচ্ছে। নিজেকে ফিট রাখতে ট্রেনার তত্ত্বাবধানে সিন্ধু যে কঠোর পরিশ্রম করেন জিমে, তা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আসলে যে কোনও জয়ের পেছনেই যে পরিশ্রমের একটা দীর্ঘ ইতিহাস থাকে, তা তো সকলেই জানেন। বিশেষ করে এই ধরনের কোনও স্পোর্টসে সাফল্য পাওয়ার জন্য যে শারীরিক ফিটনেস কোন পর্যায়ে ধরে রাখতে হয়, তা অনেকেরই ভাবনার বাইরে। এই ফিটনেস প্র্যাকটিসের একটি ভিডিও-ই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিভি সিন্ধু নিজে। নেটিজেনরা দেখে চমকে গিয়েছেন, কতটা প্রচণ্ড পরিশ্রমের ফসল এই সোনার মেডেল!