কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবার নারদা কান্ডে ডেকে পাঠান হল শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে সিবিআইের চিঠি। যেখানে শোভন চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে আগামী ৩১ আগস্ট শনিবার।
নারদা-কাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআরে ১০ নম্বরে নাম রয়েছে শোভনের৷ তিনি নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ৷ সেই টাকা তিনি কোথায় কোন খাতে খরচ করেছেন সে ব্যাপারে জানতে চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই জানতে চায়৷ ওই টাকার জন্য তিনি আয়কর জমা দিয়েছিলেন কিনা সে ব্যাপারেও তাঁকে প্রশ্ন করতে চায় সিবিআই৷
মেয়র শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক পট পরিবর্তন করেছেন৷ তৃনমূল ছেড়ে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ তারপর রাজনৈতিক মহলে শোনা গিয়েছিল,বিজেপি নেতা শোভনকে নারদকান্ডে সিবিআই ও ইডি আর ডাকবে না৷ কিন্তু বাস্তবে তার উল্টো ঘটলো৷ বিজেপি নেতাকে নোটিশ পাঠিয়ে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে৷