গত জুলাই মাসে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মানালি। সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলে। আর প্যারাগ্লাইডিং-এর সময় উপরে উঠে বিপিন যা করেছেন সেই ভিডিয়ো গত দু’দিনে ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। এই ভিডিয়োটি তোলা হয়েছে গত ৮ জুলাই। কিন্তু তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সপ্তাহে।
উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। সেখানে তাঁর একটি টাইলসের শো-রুমও আছে। তিনিই গেছিলেন ঘুরতে মানালিতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইনস্ট্রাকটরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন বিপিন। কিন্তু একটু উপরে ওঠার পরই ভয়ে কুঁকড়ে যেতে থাকেন তিনি। সেই সময় তাঁর চোখ মুখের অবস্থা ধরা পড়েছে ওই ভিডিয়োতে। আর তা দেখেই নেটিজেনদের এ হেন প্রতিক্রিয়া। প্যারাগ্লাইডিং-এর সময় বিপিনকে একাধিক গালাগাল দিতেও দেখা গিয়েছে। এমনকি মাঝ পথে বিপিন তাঁর ইনস্ট্রাকটরকে বলছেন, ‘‘লাগে দু-পাঁচশ বেশি দেব, আমাকে নামিয়ে নিয়ে চলো মাটিতে।’’