অনলাইন শপিং করে ক্যুরিয়ারের পার্সেল খুলে চোখ বিস্ফারিত হওয়ার খবর তেমন নতুন কিছু নয়। স্মার্টফোনের জায়গায় পাথর, কখনো বা হেডফোনের জায়গায় সাবান৷ এসবের উদাহরণ ভুড়ি ভুড়ি। কখনও বেরিয়েছে সাবানের টুকরো, কখনও আবার মোবাইল ফোনের প্যাকাটে সাবান। কিন্তু, উড়িষ্যার এক ব্যক্তির সঙ্গে যা ঘটেছে, তা আক্ষরিক অর্থেই আক্কেলগুড়ুম হওয়ার মতোই। ক্যুরিয়ারের প্যাকেট খুলতেই ফণা তুলে বেরোলো বিষধর কেউটে। মুহূর্তের অন্যমনস্কতায় ছোবল মারলে কী যে হত, তা আর বলার অপেক্ষা রাখে না!
হাড়হিম করা এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি দেখার পর ভবিষ্যতে ক্যুরিয়ার পার্সেল খোলার আগে সতর্ক আপনি হবেনই। তবে ব্যক্তি অবশ্য অনলাইনে স্মার্টফোনের অর্ডার করেননি। মুদিখানার জিনিসপত্র অর্ডার করেছিলেন। কিন্তু, পার্সেলে কী ভাবে কেউটে এল, তা লাখ টাকার প্রশ্ন। ক্যুরিয়ারে পাঠানো কেউটের সেই ভিডিয়ো এখন নেট-নেটিজেনদের হাতঘুরে ভাইরাল।