বুলন্দশহর হিংসার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। তবে এই ঘটনায় অভিযুক্ত ৬ জনকে জামিনে মুক্তি দিয়ে দিয়েছে আদালত। আর তারপরই তাঁদের ঘিরে এক উন্মাদনা তৈরি হয়েছে। সংশোধনাগার থেকে বেরতেই তাদের জানানো হল বীরের সম্মান। গলায় মালা পরিয়ে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। শোনা গেল বন্দেমাতরম, ভারত মাতা কি জয়-ও।
প্রসঙ্গত, বুলন্দশহরের কাছে মহাভ গ্রামে গোরুর মৃতদেহ দেখে চরম উত্তেজনা ছড়িয়েছিল। চিংড়াওয়াথি গ্রামে ব্যাপক ভাঙচুর চালায় প্রায় ৪০০ মানুষ। বহু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকর্মীদের লক্ষ করে গুলিও ছোড়া হয়। সেই ঘটনায় প্রাণ যায় ইনস্পেক্টর সুবোধ কুমার সিং ও আর এক ব্যক্তির। ঘটনার কিছুদিন পর গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তথা ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য শিখর আগরওয়ালকে। সে একটি ভিডিয়োও প্রকাশ করেছিল, যেখানে বলা হয় ইনস্পেক্টর সুবোধ কুমার সিং দুর্নীতিপরায়ণ ও তিনি তাকে খুন করতে চেয়েছিলেন।
সেই অভিযুক্তদেরই মিষ্টি খাইয়ে উঠল পরের পর সেলফি উঠল। গোটা ঘটনার ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই নেটদুনিয়ায় এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে।