রবিবার সন্ধেয় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো কাশ্মীরের অনন্তনাগ জেলার ব্রিজবেহারা। নিরাপত্তা বাহিনীর জওয়ান ভেবে নিক্ষেপ করা পাথরে মৃত্যু হল নিরীহ ট্রাক চালকের৷
এদিন নিজের ট্রাক নিয়ে ফিরছিলেন জাদ্দিপোরার বাসিন্দা নুর মহম্মদ দার। সেনার ট্রাক ভেবে ব্রিজবেহারায় তার গাড়িকে ঘিরে ধরে পাথর নিক্ষেপকারীরা। শুরু হয় নাগাড়ে পাথর নিক্ষেপ। পাথরের আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায় ও তা আঘাত হানে নুরের মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আহত নুর মহম্মদকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় নিকটবর্তী ব্রিজবেহারা হাসপাতালে। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে সেখান থেকে পাঠানো হয় সৌরার এসকেআইএমএস হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার পর এখনও প্রর্যন্ত বাকী দেশের সঙ্গে বিচ্ছিন্ন কাশ্মীর। কড়া নিরাপত্তার মধ্যেই কোনও কোনও এলাকায় বিচ্ছিন্নভাবে চলছে বিক্ষোভ ও পাথর ছোড়ার ঘটনা। রাজ্যের সব এলাকায় এখনও প্রর্যন্ত টেলিফোন পরিষেবা চালু করা হয়নি, বহু স্কুল কলেজ বন্ধ। সম্প্রতি শ্রীনগরের শহরতলিতে পাথর নিক্ষেপকারীদের ছোড়া পাথারে গুরুতর আহত হয় এক কিশোরীও।