কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নেমেছে স্বস্তির বৃষ্টি। ভারী বৃষ্টি না হলেও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কলকাতার পাশাপাশি শহরতলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টি না হলেও বৃষ্টির ঘাটতি কমে দাঁড়িয়েছে ২৭ শতাংশে। সোমবার সকাল থেকে আকাশ মেঘলা কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হয়েছে হলে জানা গিয়েছে। রাজ্যে এ বছর বর্ষার মরশুমে বৃষ্টির ঘাটতি ছিলই। তবে ভাদ্রের শুরুতে কিছুটা হলেও ঘাটতি পুষিয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। সাম্প্রতিক নিম্নচাপটি ছত্তিসগড় থেকে সরে গিয়েছে। তার প্রভাব কাটতে না কাটতেই নতুন একটি ঘূর্ণাবর্ত হাজির হয়েছে বাংলা-উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগরে। যার জেরে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।