গতকাল শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল রাহুল গান্ধী এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের৷ কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত হওয়ার পর বিভিন্ন নেতা বারেবারে কাশ্মীর যাওয়ার চেষ্টা করেন৷ এবারও তাঁদের বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে দিল্লীতে ফিরে রাহুল মন্তব্য করলেন, এটা স্পষ্ট, জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি নেই। আর তাঁর এই মন্তব্য যে একেবারে অমূলক নয় তাই প্ৰমাণ হল নেট দুনিয়ায় ছড়িয়ে যাওয়া এক ভিডিওতে।
শ্রীনগর বিমানবন্দরেই এক কাশ্মীরি মহিলা সেখানকার অবস্থা রাহুল গান্ধীকে জানান। শ্রীনগর থেকে যখন নয়াদিল্লীর পথে ফিরছিলেন তিনি তখন এই ঘটনা ঘটে। সেই পুরো ঘটনার ভিডিওটি কংগ্রেস নেত্রী রাধিকা টুইটারে শেয়ার করেছেন। এবং লিখেছেন ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরের জনজীবন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে ওই মহিলা বলছেন, আমাদের ছেলেমেয়েদের বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই। আমার ভাই হার্টের রোগী। দশদিন ডাক্তার দেখাতে যেতে পারেনি। আমরা খুব সমস্যায় রয়েছি। এই ঘটনার পর রাহুল গান্ধী উঠে গিয়ে ওই মহিলাকে সমবেদনা জানান। আশেপাশে তখন ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কেসি বেনুগোপাল সহ অনেকেই। যা শুনে প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন। পরে দিল্লী বিমানবন্দরে এসে নিজের প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।