আবার বেপরোয়া গাড়ির তান্ডব। জাগুয়ার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার সামনে এল বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারানোর ঘটনা। এইবার বেপরোয়া গাড়ির ধাক্কায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সাব ইন্সপেক্টরের৷ শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গোপালমাঠের কাছে ২ নম্বর জাতীয় সড়কে। চালক-সহ ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ৷
প্রসঙ্গত, জাতীয় সড়কে প্রায় বেশিরভাগ দিনই যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকতেন ওয়াড়িয়া ফাঁড়ির তপন মাঝি নামে ওই সাব ইনস্পেক্টর৷ শনিবার রাত ন’টা নাগাদও সেখানেই ছিলেন তিনি৷ যান নিয়ন্ত্রণের সময় তিনি দেখেন গোপালমাঠ সংলগ্ন ফ্লাইওভারের কাছে একটি ট্রেলার থেকে বেশ কয়েকটি তারের কয়েল পড়ে গিয়েছে৷ তা তুলতে লরি প্রায় মাঝরাস্তাতেই দাঁড় করিয়ে দেন চালক৷ তাতেই ২ নম্বর জাতীয় সড়কে তৈরি হয় ব্যাপক যানজট৷ বেশ কিছুটা রাস্তা জুড়ে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে যায়৷ যানজটের জেরে জাতীয় সড়কে একাধিক গাড়ির যখন লম্বা লাইন, তখন সমস্ত বাধা অতিক্রম করে প্রায় ওই লরিটির কাছাকাছি চলে আসে একটি পিকআপ ভ্যান৷ কোনও বাধা না মেনে গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে চালক৷ সেই সময়ই সাব ইনস্পেক্টর তপন মাঝিকে বেপরোয়া গতির গাড়ি দিয়ে পিষে দেয় ওই চালক৷ রাস্তায় ছিটকে পড়ে যান তিনি৷
আহত পুলিশ অফিসারকে তৎক্ষণাৎ সিটি সেন্টারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়৷ তবে শেষরক্ষা হল না৷ জবাব দিয়ে দেন চিকিৎসকরা৷ তাঁরা জানান, ততক্ষণে মারা গিয়েছেন সাব ইনস্পেক্টর৷ দুর্ঘটনার জেরে অত্যধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা৷