গাড়ি শিল্পে ধাক্কা। বিস্কুট শিল্পে আশঙ্কার কালো মেঘ। টাকার মূল্য পড়েই চলেছে। শেয়ার বাজার কাত। দেশের এমন অর্থনৈতিক পরিস্থিতিকে হাই ব্লাড প্রেসার বলে উল্লেখ করলেন অ্যাপোলো গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোবানা কামিনেনি।
শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে শোবানা বলেন, ‘ভারতের বর্তমান অর্থনীতির এই অবস্থাকে মেডিক্যালের পরিভাষায় বলতে গেলে বলা চলে নন-কমিউনেবল ডিজিজ’। আরও বিস্তারিতভাবে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘এই অবস্থাকে হাই ব্লাড প্রেসারের সঙ্গে তুলনা করা যেতে পারে। বলা যায়, ভারতের অর্থনীতির হাই ব্লাড প্রেসার হয়েছে’।
কেন দেশের অর্থনীতির হাল এমন বেহাল? এর ব্যাখ্যা দিতে গিয়ে শোবানা বলেন, ‘চাকরির প্রেসার-সহ একাধিক কারণে ভারতের অর্থনীতির এই অবস্থা হয়েছে’। তাঁর কথায়, ‘নোটবন্দীর সময়েও ভারতের অর্থনীতির এত খারাপ হাল ছিল না। কারণ সে সময় দেশের জনগণের চাহিদা ছিল। কিন্তু কনজিউমারের এই চাহিদা কমে যাওয়া ভারতের অর্থনীতির এক মারাত্মক দিক’।
দেশের অর্থনৈতিক হাল যে খুব খারাপ তা স্বীকার করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারও। তিনি বলেন, ৭০ বছরে ভারতের অর্থনৈতিক হাল এত খারাপ হয়নি। বাজার এমনই আন্দোলিত হয়ে রয়েছে যে কেউ কাউকে বিশ্বাসই করছে না। আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এমন নয় এটা শুধু সরকার ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে হয়েছে। প্রাইভেট সেক্টরেও কেউ কাউকে কোনও রকম আর্থিক সাহায্য করতে চাইছে না।