নারী সুরক্ষার দিকে নজর দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘বেটি বাঁচাও, বেটি পাড়াও’ কর্মসূচী নিয়ে দেশজুড়ে প্রচারও চালিয়েছে বিজেপি। কিন্তু আদতে নারী সুরক্ষায় কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে মোদী সরকার, তা নিয়ে প্রশ্ন উঠে গেল ইতিমধ্যেই। সম্প্রতি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো একটি রিপোর্ট প্রকাশ করেছে, তা শিহরিত করছে দেশবাসীকে।
স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে প্রকাশ পেয়েছে, বিগত আট মাসে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে নিখোঁজ হয়েছে অন্তত ২২০০ মহিলা! এদের মধ্যে রয়েছে প্রায় ৭০০ জন নাবালিকা। রিপোর্টে উল্লেখ রয়েছে, ১ জানুয়ারি ২০১৯ থেকে চলতি অগাস্ট মাসের যা পরিসংখ্যান তাতে এতজন মহিলা নিরুদ্দেশ হয়েছেন। এই তথ্য পাওয়া গিয়েছে রাজ্যের মোট ২০টি পুলিশ ইউনিটে দায়ের হওয়া অভিযোগ থেকে।
রাজ্যভিত্তিক যে তথ্য মিলেছে তাতে দেখা গিয়েছে, মহিলা নিখোঁজের পরিমাণ অনুযায়ী (১২৭) ভাইজ্যাক রয়েছে শীর্ষস্থানে। অপরদিকে, জেলার পরিসংখ্যান হিসেবে শীর্ষে রয়েছে অনন্তপুরা (২৬১)। একইসঙ্গে নাবালিকা নিখোঁজের সংখ্যাতেও শীর্ষে এই অনন্তপুরা জেলা। এই স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট আরও বলছে যে, মহিলা বাদেও আরও অন্তত ৩০০০ মানুষ গোটা রাজ্য থেকে নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে কয়েকশো জনের খোঁজ মিললেও এখনও নিরুদ্দেশের সংখ্যার পরিমাণ প্রায় ৪০ শতাংশ-এর কাছাকাছি।