বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রবল বর্ষণের জেরে অথবা জমে জলে যেসব গরিব কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে তাদের সরকারিভাবে বিনামূল্যে তাদের বীজতলা দেওয়া হবে। সেই কথা অনুযায়ী হল কাজ। একটানা প্রবল বর্ষণের জেরে ক্ষতগ্রস্থ গরিব কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির অন্তর্গত মণিদহ, ধেড়ুয়া, চাঁদড়া এলাকার তফশিলি জাতি ও উপজাতি কৃষিজীবী যেসব মানুষের বীজতলা নষ্ট হয়ে গেছে তেমন ৫০ জন কৃষকের হাতে বীজতলা তুলে দেওয়া হয়। এতে প্রায় এক একর জমিতে ধান হবে। মুখ্যমন্ত্রীর এই সাহায্যে উপকৃত হয়েছেন কৃষকেরা।
বৃহস্পতিবার থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধির মাধ্যমে কৃষকেরা এই বীজতলা পেয়েছেন। এদিন জেলা কৃষি খামারে আসেন জেলা পরিষদের কৃষি খামারে আসেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ও সঙ্গে ছিলেন কৃষিআধিকারিক প্রভাত ঘোষ।